তৃতীয় দিনের লড়াইয়ে বাংলাদেশ-ভারত
প্রকাশিত : ১০:১৪, ২৪ ডিসেম্বর ২০২২
ঢাকা টেস্টের তৃতীয় দিনের লড়াইয়ে নেমেছে বাংলাদেশ-ভারত। শনিবার তৃতীয় দিনে দুদলই চ্যালেঞ্জের মুখে। লড়াই জমিয়ে রাখতে বাংলাদেশের দরকার ভারতের লিড দ্রুত টপকে শক্ত পুঁজি গড়া। অন্যদিনে ভারতের দরকার দ্রুত বাংলাদেশকে অলআউট করা।
শুক্রবার তৃতীয় সেশনে এসে ৩১৪ রানে থামে ভারত। অতিথিরা লিড পায় ৮৭ রানের। এই লিডের জবাবে দ্বিতীয় ইনিংসে নেমে ৭ রানে দিন শেষ করে বাংলাদেশ। শেষ ভাগে মাঠে নেমে দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান থাকেন অবিচ্ছিন্ন। তাতে লড়াইয়ে টিকে থাকে বাংলাদেশ।
৮০ রানে পিছিয়ে থেকে আজ টেস্টের তৃতীয় দিন শুরু করেছে বাংলাদেশ। ভারতের লিড টপকে বড় সংগ্রহ পাওয়াই আজ মূল লক্ষ্য স্বাগতিকদের।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ দুই উইকেট হারিয়ে ২৭ রান। উইকেটে রয়েছেন জাকির ও সাকিব আল হাসান। জাকিরের ব্যক্তিগত ১৬ রানের পাশাপাশি সাকিব দুই বল খেলে করেছেন এক রান।
এমএম/